ঢাকা | বৃহঃস্পতিবার, ৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

তানোর পৌর ওয়ার্ড যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত

সারোয়ার হোসেন,তানোর প্রতিনিধি | প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৩ ০১:১৮

সারোয়ার হোসেন,তানোর প্রতিনিধি
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৩ ০১:১৮

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর পৌরসভার ৭,  ৮ এবং ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলের দিকে আকচা স্কুল মাঠে অনুষ্ঠিত হয় সম্মেলন।

পৌর যুবলীগের নব নির্বাচিত সভাপতি কাউন্সিলর রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না।

পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আলফাজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা ওহাব হোসেন লালু, যুগ্ন সম্পাদক প্রধান শিক্ষক জিল্লুর রহমান, দপ্তর সম্পাদক প্রভাষক মুনসেফ আলী, উপজেলা কৃষক লীগ সভাপতি রাম কমল সাহা, পৌর সভাপতি প্রধান শিক্ষক আসলাম উদ্দিন, পৌর প্যানেল মেয়র আরব আলী প্রমুখ।

সর্বসম্মতিক্রমে তিন ওয়ার্ডের সভাপতি ও সম্পাদক নির্বাচিত করা হয়। এসময় তিন ওয়ার্ডসহ পৌরসভার বিভিন্ন স্তরের যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: