
বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা নিয়ে চরম নাটকীয়তা চলছে। অথচ বুধবারই টাইগারদের ভারত যাওয়ার কথা রয়েছে। এখনও দল ঘোষণাই করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
মঙ্গলবার দুপুরে দল ঘোষণা করার কথা ছিল। শোনা যাচ্ছে সাকিব-তামিম দ্বন্দ্বে নির্বাচকরা দল ঘোষণা নিয়ে বিপাকে পড়েছেন। এমতাবস্থায় সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার দারস্থ হয়েছে বিসিবি।
মঙ্গলবার দুপুর ২টার দিকে মাশরাফিকে বিসিবিতে প্রবেশ করতে দেখা গেছে। সাকিব-তামিম দুজনের সঙ্গেই মাশরাফির ভালো সম্পর্ক। দুজনই তাকে শ্রদ্ধার চোখে দেখেন।
জানা গেছে, মাশরাফি বিসিবিতে প্রবেশ করার কিছুক্ষণ পরই সেখানে আসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ধারণা করা হচ্ছে সাকিব তামিম ইস্যু মিটমাট করতেই মাশরাফির দারস্থ হয়েছে বিসিবি।
বিসিবি ভবনে মাশরাফি প্রবেশ করার পরপরই দুই নির্বাচক আব্দুর রাজ্জাক এবং হাবিবুল বাশার সুমনের সঙ্গে তাকে কথা বলতে দেখা গেছে। জানা গেছে, কিছুক্ষণ পর মাশরাফির সঙ্গে বৈঠক করবেন পাপন।
আপনার মূল্যবান মতামত দিন: