
ক্রিকেটার তামিম ইকবালকে দলে অন্তর্ভুক্ত করে বিশ্বকাপে পাঠাতে ও বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স গ্রুপের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদের পক্ষে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী আ আল মামুন রাসেল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি, প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান নির্বাচক বরাবর এ নোটিশ পাঠানো হয়। আইনজীবী আ আল মামুন রাসেল জানান, ‘রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠিয়েছি।
নোটিশ প্রাপ্তির সাতদিনের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা না নিলে আদালতের দ্বারস্থ হব।’
আপনার মূল্যবান মতামত দিন: