ঢাকা | শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

সাইফকে অধিনায়ক করে এশিয়ান গেমসের বাংলাদেশ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৫৯

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৫৯

১৯তম এশিয়ান গেমসের পুরুষদের ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। এই দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে সাইফ হাসানকে। জাতীয় দলের আশপাশে থাকা বেশিরভাগ ক্রিকেটারই আছেন স্কোয়াডে।

ব্যাটিং বিভাগে নিউজিল্যান্ড সিরিজে ওয়ানডে অভিষেক হওয়া জাকির হাসানের সঙ্গে আছেন পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু।

এশিয়ান গেমসের বাংলাদেশ দল

পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলি রাব্বি, সাইফ হাসান (অধিনায়ক), জাকির হাসান, শাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়, রাকিবুল হাসান, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, সুমন খান, জাকের আলী অনিক, নাহিদ রানা, রিপন মন্ডল, হাসান মুরাদ, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন। 



আপনার মূল্যবান মতামত দিন: