ঢাকা | বৃহঃস্পতিবার, ৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

টাঙ্গাইলের মধুপুরে ছয়দিন ব্যাপি কৃষিমেলা উদ্বোধন

মোঃ দেলোয়ার হোসেন,টাঙ্গাইল প্রতিনিধি | প্রকাশিত: ১ অক্টোবর ২০২৩ ০১:০৪

মোঃ দেলোয়ার হোসেন,টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১ অক্টোবর ২০২৩ ০১:০৪

মোঃ দেলোয়ার হোসেন জেলা ক্রাইম রিপোর্টার টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে ছয় দিন ব্যাপি কৃষিমেলা উদ্বোধন করা হয়েছে।  বুধবার (২৭সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এই মেলার আয়োজন করা হয়।

মেলার উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এম.পি। উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মধুপুর পৌরসভার মেয়র মো. সিদ্দিক হোসেন খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আহসানুল বাশার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. ইয়াকুব আলী, সহকারি পুলিশ সুপার ফারজানা আক্তার জেমি, অতিরিক্ত উপ পরিচালক (উদ্যান) কৃষিবিদ মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, মধুপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক প্রমূখ।
মেলায় ফলদ, বনজ ও ওষুধি গাছের ৪০ টি স্টল বসেছে।

উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, ফলদ বনজ ও ওষধি গাছ লাগানোর মধ্য দিয়ে জলবায়ু পরিবর্তন রোধ করতে হবে। প্রকৃতিকে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করে সবুজায়ন বৃদ্ধি করতে হবে। কৃষিতে আধুনিকায়ন করে দেশের সমৃদ্ধি আনতে হবে।

আলুর দাম বৃদ্ধির সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৃষি মন্ত্রী বলেন, গত বছর আলুর দাম কম পাওয়ার কারণে এ বছর আলু উৎপাদন কিছুটা কম হয়েছে। তাছাড়া কিছু আলু রপ্তানি করা হয়েছে। তারপরও আলুর দাম এতটা হওয়া উচিত না। সিন্ডিকেটের কারণে এখনও সরকারের বেধে দেওয়া মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রি হচ্ছে। আমরা আলুর সিন্ডিকেট নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি।



আপনার মূল্যবান মতামত দিন: