ঢাকা | বৃহঃস্পতিবার, ৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

অনুশীলনে চোট পেলেন মাহমুদউল্লাহ রিয়াদ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২ অক্টোবর ২০২৩ ১১:০২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২ অক্টোবর ২০২৩ ১১:০২

বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে শেষ অফিশিয়াল প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে গুয়াহাটিতে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচকে সামনে রেখে আজ অনুশীলন করতে নেমেছিল দল। সেই অনুশীলনেই চোট পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। চোটের কারণে প্রস্তুতি ম্যাচে অভিজ্ঞ এই ক্রিকেটারের খেলা নিয়েও রয়েছে সংশয়।

রবিবার নেটে ব্যাটিং করতে গিয়ে বল হাতে লাগে রিয়াদের। গার্ড না থাকায় ব্যথা পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।  

পরবর্তীতে ফিজিও সেখানে উপস্থিত হয়ে মাহমুদউল্লাহর চোটটি খতিয়ে দেখেন। কয়েক মিনিট পর এই অলরাউন্ডার স্বাভাবিক হয়েছেন এবং পুনরায় নেটে ব্যাটিং অনুশীলন করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন: