
আইসিসির আনুষ্ঠানিক দুটি প্রস্তুতি ম্যাচের প্রথমটি শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটে জিতলেও বড়সড় পরীক্ষা দিতে হয়নি বাংলাদেশ দলের। আজ দ্বিতীয় ও শেষ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে তিন বিভাগেই কঠিন পরীক্ষা প্রত্যাশিত ছিল। তবে এই পরীক্ষায় সফল বলার সুযোগ নেই। ব্যাটসম্যান সঙ্গে বোলাররা খুব ভালো করতে পারেননি। ফিল্ডিংয়ে ক্যাচ পড়েছে কয়েকটা।
বৃষ্টিতে ৩৭ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৮৮ রান করে বাংলাদেশ। বৃষ্টি আইনে ইংল্যান্ডে সামনে লক্ষ্য দাঁড়ায় ১৯৭ রানের। সেটি ৪ উইকেট ও ৭৭ বল হাতে রেখে টপকে যায় ইংল্যান্ড।
আগের ম্যাচে কোনো রান না পাওয়া তাওহিদ আজ ফেরেন মাত্র ৫ রানে। মাহমুদ উল্লাহ সেট হয়েও ইনিংস বড় করতে পয়ারেননি, ১৮ রান আউটে হন। শেখ মেহেদীর সঙ্গে শেষের ব্যাটারদের ব্যাটিং অনুশীলনটাও ভালো হলো না।
আপনার মূল্যবান মতামত দিন: