ঢাকা | বৃহঃস্পতিবার, ৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

ক্যাপ্টেন্সডেতে অংশ নিতে আহমেদাবাদে সাকিব

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৩ ২০:৫৬

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৩ ২০:৫৬

গা গরমের দুটি ম্যাচ খেলে ভারতের গুয়াহাটি থেকে আজ মঙ্গলবার দুপুরে ধর্মশালায় পৌঁছে গেছে বাংলাদেশ দল। তবে দলের সঙ্গী হননি অধিনায়ক সাকিব আল হাসান। তাঁকে নিয়ে টিম অপারেশন্স ম্যানেজার গেছেন আহমেদাবাদে, গুজরাটের এ শহরে আজ ‘ক্যাপ্টেন্স ডে’। বিশ্বকাপে অংশগ্রহণকারী সব দলের অধিনায়কদের আসর বসবে এই শহরে। 

দিল্লী থেকে মুঠোফোনে পাওয়া গেলে বাংলাদেশ দলের অপারেশন্স ম্যানেজার রাবীদ ইমাম জানান, ‘আহমেদবাদে ক্যাপ্টেন্স ডে কাল (বুধবার)। তাই অধিনায়ককে নিয়ে আমি এখন আহমেদাবাদে। দলের বাকিরা দুপুরেই ধর্মশালায় পৌঁছে গেছে।’

বিশ্বকাপের অধিনায়করা এদিন ফটোশ্যুটের পাশাপাশি নিজ দলের সম্ভাবনা নিয়েও কথা বলবেন। এই আনুষ্ঠানিকতাশেষে ৫ অক্টোবর ধর্মশালায় পৌঁছাবেন সাকিব।



আপনার মূল্যবান মতামত দিন: