
আগের ম্যাচেই পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন। শুরুর চার ম্যাচে গোল না পাওয়ায় সমালোচনাও শুনতে হয়েছে নেইমারকে। অবশেষে পঞ্চম ম্যাচে এসে গোলের খাতা খুললেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। তার দল আল হিলালও পেয়েছে সহজ জয়।
এএফসি চ্যাম্পিয়নস লিগে ইরানের ক্লাব নাসাজি মাজান্দারানকে হারিয়েছে ৩-০ ব্যবধানে।
প্রতিপক্ষের মাঠে দুই অর্ধেই আধিপত্য দেখিয়ে খেলেছে আল হিলাল। আগের ম্যাচ ড্র করায় এই ম্যাচ হয়ে দাঁড়িয়েছিল ভীষণ গুরুত্বপূর্ণ। জয়ের বিকল্প ছিল না আল হিলালের সামনে।
আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে ১৮ মিনিটেই এগিয়ে যায় হিলাল। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ডি গ্রুপের দুইয়ে আল হিলাল। ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে নাভবাহোর।
আপনার মূল্যবান মতামত দিন: