প্রিমিয়ার লিগে সাত ম্যাচে চার হার। সব প্রতিযোগিতা মিলিয়ে দশ ম্যাচে হার ছয়টি। ম্যানচেস্টার ইউনাইটেডের ক্লাব ইতিহাসের অন্যতম বাজে শুরু হয়েছে এবারই। এছাড়া সঙ্গী হয়েছে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে প্রথমবার টানা দুই হারের লজ্জা।
তবে সংকটের এই সময়ে সবাইকে পাশে চাইছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ। নিজের চাকরি নিয়ে শঙ্কা তৈরি হলেও এই ডাচ কোচের বিশ্বাস, শিগগিরই চেনা রূপে ফিরবে ইংলিশ ক্লাবট।
গতরাতে ঘরের মাঠে গালাতাসারাইয়ের কাছে ৩-২ গোলে হেরে ধরাশয়ী হয়েছে ম্যানইউ। ইংলিশদের মাটিতে প্রথমবার ঐতিহাসিক জয় তুলে নিয়েছে তুরস্কের ক্লাবটি।
টানা দুই হারে চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কা জেগেছে সাবেক চ্যাম্পিয়নদের। চলতি মৌসুমে গোল হজমের বিব্রতিকর রেকর্ড গড়েছে ম্যানইউ।
সূত্র: এএফপি
আপনার মূল্যবান মতামত দিন: