
দেশের আরো ৬টি জেলায় একটি করে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনে প্রস্তাবে সম্মতি জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসি। এসব বিশ্ববিদ্যালয় গড়ে উঠবে রাজবাড়ী, ভোলা, জয়পুরহাট, কক্সবাজার, নড়াইল ও বরগুনা জেলায়।
গতকাল বুধবার ইউজিসির বিজ্ঞপ্তিতে প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে মতামত প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মোট ৯ জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব পাওয়া গেছে।
এর মধ্যে ময়মনসিংহ, রংপুর ও গাইবান্ধা এই তিন জেলায় আপাতত বিশ্ববিদ্যালয় স্থাপন না করার সুপারিশ করেছে ইউজিসি।
আপনার মূল্যবান মতামত দিন: