
হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে মুখোমুখি পাকিস্তান ও নেদারল্যান্ডস। টস হেরে শুরুতে ব্যাট করবে পাকিস্তান। এশিয়া কাপের ব্যর্থতা ভুলে এই ম্যাচ দিয়ে ছন্দে ফেরার আশায় বাবর আজমরা।
টসে নেমে নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম,'ব্যাটে আমাদের সেরা দেওয়ার চেষ্টা করব।
পাকিস্তান: ইমাম-উল হক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নেওয়াজ, হাসান আলী, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ।
নেদারল্যান্ডস: বিক্রম সিং, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), বাস ডি লিড, তেজা নিদামানারু, সাকিব জুলফিকার, লোগান ফন বিক, রোলফ ফন ডার মারউই, আরিয়ান দত্ত ও পল ফন মিকারেন।
আপনার মূল্যবান মতামত দিন: