ঢাকা | বৃহঃস্পতিবার, ৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

রেকর্ড রান তাড়া করে জিতল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৩ ২৩:৩৯

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৩ ২৩:৩৯

শ্রীলঙ্কাকে হারাতে হলে রেকর্ড রান তাড়া করতে হতো পাকিস্তানকে। ৯২-এর চ্যাম্পিয়নরা পেরেছে। ওপেনার আব্দুল্লাহ শফিক ও মোহাম্মদ রিজওয়ানের সেঞ্চুরিতে ৩৪৫ রানের বিশাল লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। ১০ বল ও ছয় উইকেট হাতে রেখে রেকর্ড গড়ে জিতেছে পাকিস্তান।

বিশ্বকাপে এটিই সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড। এর আগে ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের দেয়া ৩২৮ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল আয়ারল্যান্ড।

এ নিয়ে বিশ্বকাপে লংকানদের বিপক্ষে আট ম্যাচ খেলে আটটিতেই জিতল পাকিস্তান। নেদারল্যান্ডসকে হারানোর পর লংকানদের বিপক্ষে জিতে সেমির পথে এগিয়ে গেল পাকিস্তান।



আপনার মূল্যবান মতামত দিন: