
গত ৩ জুলাই ঢাকায় এসেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। তাঁকে নিয়ে এ দেশের সমর্থকদের আগ্রহ ছিল চরমে। কয়েক ঘণ্টার বাংলাদেশ সফর বেশ সাড়া ফেলেছিল। সেই সূত্র ধরেই এবার ঢাকায় আসছেন ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপ জেতা খেলোয়াড় রোনালদিনহো।
মার্তিনেজকে ঢাকায় আনা কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তই আনছেন ৪৩ বছর বয়সী রোনালদিনহোকে।
আগামী ১৮ অক্টোবর ঢাকায় আসবেন ব্রাজিলের সাবেক এই খেলোয়াড়। পরদিন রাতে ঢাকা ছেড়ে কলকাতা যাবেন তিনি। এমিলিয়ানো মার্তিনেজের সঙ্গে বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া দেখা করতে চাইলেও শেষ পর্যন্ত সাক্ষাৎ হয়নি।
এবার রোনালদিনহোর সঙ্গে জামালের দেখা করার আয়োজন করেছেন বলে জানিয়েছেন শতদ্রু, ‘আমরা আসছি এবং এবার অবশ্যই বাংলাদেশ ফুটবলের অধিনায়ক জামাল ভুঁইয়ার সঙ্গে দেখা হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করব, যদি তিনি সময় দিতে পারেন।
আপনার মূল্যবান মতামত দিন: