ঢাকা | শুক্রবার, ৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

আমেরিকার মুরব্বিদের সঙ্গে তলে তলে সব কথাবার্তা শেষ : সেতুমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৩ ২২:২৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৩ ২২:২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে দেশে একটি নজিরবিহীন নিরপেক্ষ নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এ দেশে নজিরবিহীন উন্নয়ন করেছেন শেখ হাসিনা। এই দেশে নজিরবিহীন নিরপেক্ষ নির্বাচন শেখ হাসিনাই করবেন।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আয়োজিত এক শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এখন পিটার হাস আর কী করবেন?

তিনি বলেন, ‘আর কারো কাছে পাত্তা না পেয়ে বিএনপি এখন ক্ষমতার জন্য আমেরিকার পেছনে ঘুরছে। বিএনপি নেতারা সকালে ঘুম থেকে উঠে পিটার হাসের কাছে ছুটে যান। দুপুরের খাবারের সময়ও পিটার হাসের বাসায় যান। ফখরুল সাহেব, নির্বাচনে না এলে আমও যাবে, ছালাও যাবে।



আপনার মূল্যবান মতামত দিন: