
শরিফুল ইসলাম, পাবনা প্রতিনিধি: পাবনার আমিনপুর থানা এলাকায় ডাকাতির প্রস্তূতিকালে ১ মহিলা সহ ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে আমিনপুর থানা পুলিশ
বৃহঃ(১২ই অক্টোবর) রাত ১ টার দিকে আমিনপুর থানা এলাকার বাধেরহাট রেল স্টেশন সংলগ্ন রেলগেট থেকে ১ মহিলা সহ ৫ জন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে আমিনপুর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেনঃ- আমিনপুর থানা এলাকার নগরবাড়ী ঘাট বসন্তপুর গ্রামের মোসারফের ছেলে সেলিম মোল্লা, নয়াবাড়ী গ্রামের ইসহাকের ছেলে রাকিব খাঁ,আহম্মদপুর গ্রামের মুক্তারের ছেলে জাহাঙ্গীর(শাহীন),স্লুইসগেট এলাকার মজনুর মেয়ে জান্নাতুল মাওয়া,কাবাসকান্দা গ্রামের রাজেক শেখের ছেলে জুয়েল শেখ।
এসময় তাদের কাছ থেকে ৩টি ধারালো ছুরি , ৩টি লোহার রড, ১টি প্লাস্টিকের পাইপ, একগুচ্ছ দড়ি এবং ডাকাত সদস্যদের ব্যবহারিত ৫ টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
এ বিষয়ে আমিনপুর থানায় দ্রুত বিচার আইনে মামলা রুজু করে ডাকাত সদস্যদের বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে আমিনপুর থানা পুলিশ।
আপনার মূল্যবান মতামত দিন: