তাসকিন অনেকবার বলেছেন, দেশসেরা নয়, বিশ্বসেরা পেসার হতে চান তিনি। আজ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাঠে নামার আগে আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে জানান, নিয়মিত ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করতে চান, যা বাংলাদেশের আর কোনো বোলার পারেননি।
তাসকিন বলেন, ‘আমি যদি ১৫০ কিলোমিটার গতিতে বল করতে পারি, খুশি হব। বাংলাদেশের কেউ এখনো তা করতে পারেননি।
আমি ১৫০ কিলোমিটার গতিতে বোলিং উপভোগ করব। তা ছাড়া আমি আরো বেশি উইকেট পেতে চাই। আমি আমার দলের জন্য সব কিছু উজাড় করে দিতে চাই।
আপনার মূল্যবান মতামত দিন: