বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে শনিবার সারাদেশে তিন ঘণ্টা অনশন করেছে দলটি।
কেন্দ্রীয়ভাবে রাজধানীর নয়া পল্টনে দলের কার্যালয়ের সামনে বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত এ অনশন চলমান থাকে । তাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা অনশনে উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন থানা-ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা এসেছেন। দলের অন্যান্য জেলা ও মহানগর কমিটিও এই কর্মসূচির আয়োজন করবে।
আপনার মূল্যবান মতামত দিন: