ঢাকা | বৃহঃস্পতিবার, ৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

ভারতকে হারানোর সামর্থ্য নেই বাংলাদেশের : সঞ্জয় মাঞ্জরেকার

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৩ ১৮:৫৪

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৩ ১৮:৫৪

ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার মনে করছেন বাংলাদেশ দল তাদের সেরা ক্রিকেট খেলেও ভারতকে হারাতে পারবে না।
দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ডস ম্যাচের আগে স্টার স্পোর্টসে অনুষ্ঠানে উপস্থাপকের প্রশ্নের উত্তরে সঞ্জয় মাঞ্জরেকার বলেন,‘ সেরা ক্রিকেট খেলেও ভারতকে হারাতে পারবে না বাংলাদেশ।

আমার মনে হয় বাংলাদেশের সেই সামর্থ্যই নেই।’ যদিও সবশেষ ওয়ানডে সিরিজে ভারতকে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।

এমনকি সবশেষ সাক্ষাতেও (এশিয়া কাপ) জয়ী সাকিব আল হাসানের দল। ২০১৯ বিশ্বকাপের পর বাংলাদেশ-ভারত ম্যাচ হয়েছে চারটির তিনটিই জিতেছে বাংলাদেশ। পরিসংখ্যানের হিসাব-নিকাষ মাঞ্জরেকারেরও জানা আছে।

তবে বিশ্বকাপে দুই দলের উল্টোযাত্রা দেখে মাঞ্জরেকারের বিশ্লেষণ, ‘আমার মনে হয় না, ভারতকে চ্যালেঞ্জ জানানোর মতো সেই সামর্থ্য বাংলাদেশের আছে।



আপনার মূল্যবান মতামত দিন: