ঢাকা | বৃহঃস্পতিবার, ৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

ইতিহাস গড়া জয় আরো চায় নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৩ ১২:২৮

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৩ ১২:২৮

বিশ্বকাপ শুরুর আগে নেদারল্যান্ডস জানিয়ে দেয়, শুধু অংশগ্রহণ নয়, বড় আশা নিয়েই তারা বিশ্বকাপ খেলতে এসেছে। সেরা চার দলের একটি হতে চায় তারা। ডাচদের সেই আশা পূরণ সাদা চোখে কঠিনই। তবে গতকাল তারা যে ইতিহাস গড়েছে, সেটাও বা কম কিসে।

দক্ষিণ আফ্রিকাকে গতকাল ৩৮ রানে হারিয়ে বড় দলগুলোকে অন্য রকম বার্তাই দিয়ে রেখেছে নেদারল্যান্ডস। ডাচদের ক্রিকেট ইতিহাসে এমন রাত খুব একটা নেই। ম্যাচ শেষে অধিনায়ক স্কট এডওয়ার্ডস বলেছেন, ‘আমরা দারুণ গর্বিত। অনেক প্রত্যাশা নিয়ে বিশ্বকাপে এসেছি এবার।

অনেক ভালো খেলছিলাম,  বেশ কয়েকজন ভালো খেলোয়াড় আছে। তবে আমরা জানি বাকি ৯টি দলও অনেক ভালো। প্রথম জয়টি পেয়ে রোমাঞ্চিত, আশা করি আরও জয় আসবে।’



আপনার মূল্যবান মতামত দিন: