ঢাকা | বৃহঃস্পতিবার, ৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

টাইগারদের তীব্র সমালোচনায় শেবাগ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৩ ১৪:১৩

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৩ ১৪:১৩

বিশ্বকাপে ভারতের বিপক্ষে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ২৫৬ রানের পুঁজি পায় বাংলাদেশ। যা ৪২ ওভারের মধ্যেই মাত্র ৩ উইকেট হারিয়ে তুলে ফেলে ভারত। টাইগারদের এমন পারফরম্যান্সে তাদের একেবারে ধুয়ে দিলেন ভারতের সাবেক দুই ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ।

শেবাগের ধারণাই ছিল বাংলাদেশ এমন রানই করবে, ‘আমাদের অনুমান ছিল বাংলাদেশ ২৬০-২৬৫ রান করবে, সেটিই হয়েছে। আর এটা সাধারণ ক্রিকেট খেললেও হয়। এই বাংলাদেশ প্রত্যাশার চেয়ে কয়েকবার বেশি রান করে চমকে দিয়েছে।

তবে আমি আজও বলি বাংলাদেশ বাংলাদেশই, তাদের যেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা না ভাবি। 


আপনার মূল্যবান মতামত দিন: