ঢাকা | বৃহঃস্পতিবার, ৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৩ ১৪:২১

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৩ ১৪:২১

জয়ের ধারায় ফেরার লক্ষ্য নিয়ে এবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে পাকিস্তান। যারা প্রথম দুই ম্যাচে হারের পর তৃতীয়টিতে জয়ের দেখা পেয়েছে। পাকিস্তানকে হারিয়ে টানা দ্বিতীয় জয়ের স্বাদ নিতে মরিয়া পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

অস্ট্রেলিয়া আজ না জিতলে সেমিফাইনালের সম্ভাবনা অনেকটা ফিকে হয়ে যাবে। পাকিস্তানও টানা দুই ম্যাচ হারলে বিপদে পড়ে যাবে। মেগা ম্যাচে তাই দুই দেশ জেতার জন্য মরিয়া হয়ে লড়বে।

পাকিস্তান : বাবর আজম (অধিনায়ক), ইমাম-উল-হক, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান, সউদ শাকিল, ইফতেখার আহমেদ, উসামা মীর, মোহাম্মদ নেওয়াজ, হারিস রউফ, হাসান আলি ও শাহীন আফ্রিদি।

অস্ট্রেলিয়া : প্যাট কামিন্স (অধিনায়ক), মার্নাস লাবুশেন, জশ ইংলিস, জশ হ্যাজলউড, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

 



আপনার মূল্যবান মতামত দিন: