
বিশ্বকাপের আগামীকাল শনিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দক্ষিন আফ্রিকার বিপক্ষে গুরুত্বপুর্ন ম্যাচকে সামনে রেখে দলেন সঙ্গে যোগ দিয়েছেন ইংল্যান্ডের গতি তারকা জোফরা আর্চার।
বিশ্বকাপের আগে বিভিন্ন ইনজুরিতে ভুগতে থাকায় ২৮ বছর বয়সী এই পেসারকে টুর্নামেন্টের জন্য ঘোষিত দলে তাকে রাখা হয়নি। ইনজুরির কারণেই আর্চারকে ১৫ সদস্যের ইংলিশ স্কোয়াডের বাইরে রেখেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যে কারণে তিনি দলের সঙ্গে ভারত সফরে আসেননি।
তবে বিশ্ব আসরের নিজেদের প্রথম তিন ম্যাচের দুটিতেই হেরে যাওয়ায় বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড এই মুহূর্তে কিছুটা ব্যাকফুটে রয়েছে। সেমিফাইনাল নিশ্চিতে আর কোন পয়েন্ট খোয়ানো চলবে না জস বাটলারের নেতৃত্বাধীন দলটির। এমন মুহুর্তে জোফরার যোগদান ইংলিশদের জন্য খুবই গুরুত্বপুর্ন। কিন্তু তিনি ১৫ সদস্যের ইংলিশ স্কোয়ডে নেই। তাই দক্ষিন আফ্রিকার বিপক্ষে অন্তত তার খেলার কোন সম্ভাবনা নেই। তবে গত ম্যাচে রিচ টপলিকে হাঁটুর ইনজুরিতে ভুগতে দেখা গেছে। এমন পরিস্থিতিতে শেষ মুহুর্তে দল পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: