ঢাকা | বৃহঃস্পতিবার, ৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

নিজের অবসরের খবরে রীতিমতো অবাক তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৩ ১৮:১৯

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৩ ১৮:১৯

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তামিম ইকবাল। এমন একটি খবর প্রচার হওয়ায় সেটি নিশ্চিত হতে গতকাল টেলিফোনে ধরা হলে রীতিমতো বিস্ময় প্রকাশ করেন তিনি, ‘অবসর? কে বলল? আরে ভাই, আমি নিজেই তো জানি না অবসরের ব্যাপারটা। কোথায় শুনেছেন, বলেন তো?’

সোশ্যাল মিডিয়ায় তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের খবর ছড়িয়ে পড়েছে। সেই খবরের উৎস এবারের জাতীয় লিগে তার না খেলার বিষয়টি। প্রসঙ্গটি তুলতেই তামিমের উত্তর, ‘আমি বিশ্বকাপ দলে নেই কেন? ফিটনেস ইস্যুতে না? তাহলে আমাকে জাতীয় লিগে খেলাবে কেন?’ মোট কথা, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার খবর শুনে তামিম নিজেই বিস্মিত। তাতে মনে হওয়া স্বাভাবিক, আবার বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ম্যাচে ফিরবেন তিনি। 



আপনার মূল্যবান মতামত দিন: