
ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আফছার উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উদ্ধারকাজের জন্য রিলিফ ট্রেন রওনা হয়েছে। উদ্ধারকাজ শেষ হলে ট্রেন চলাচল শুরু হবে।
কিশোরগঞ্জের ভৈরব জংশনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৭ জন নিহতের খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিস ১৫ জনের তথ্য নিশ্চিত করেছেন। তবে উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত ১৭ জনের মৃতদেহ উদ্ধার করেছে।
সোমবার (২৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আপনার মূল্যবান মতামত দিন: