
সংবাদ সম্মেলনে সাকিবের বক্তব্য তাঁর খেলার সম্ভাবনাই জোরালো করে তুলেছে। তিনি বলেন “আমি আগের দিন কোনো ব্যথা অনুভব করিনি। আজকেও ব্যথা না হলে আমি ‘ফিট টু প্লে’।
”আজ সন্ধ্যার অনুশীলনে নামার আগে নিজের অবস্থা পর্যালোচনা করে সাকিব বলেছেন, ‘আজ ফিটনেস টেস্ট আছে। তবে ব্যাটিংয়ে আগের দিন কোনো সমস্যা হয়নি। মনে হয় না আজকেও কোনো সমস্যা হওয়ার কথা।
রানিং করা হয়নি, রানিং করে দেখব। যদি রানিংয়ে কোনো সমস্যা না থাকে, তাহলে আলহামদুলিল্লাহ।’ সেই সঙ্গে আরো যোগ করেছেন, ‘এখন পর্যন্ত খুব ভালো অবস্থায় আছি। শারীরিকভাবেও ভালো মনে হচ্ছে। এখন কেবল নিজেকে একটু পরীক্ষা করে দেখা আর কী! আশা করি, আজকের অনুশীলন সেশনও কোনো ব্যথা ছাড়াই ভালোভাবে শেষ করতে পারব।
আপনার মূল্যবান মতামত দিন: