odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

মুম্বাই থেকে হঠাৎ দেশে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৫ October ২০২৩ ১৭:০২

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫ October ২০২৩ ১৭:০২

বিশ্বকাপ মিশনের মুম্বাই পর্ব শেষ করে এই মুহূর্তে বাংলাদেশ দল এখন পরের দুই ম্যাচের ভেন্যু কলকাতায়। তবে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের গন্তব্য পাল্টে গেছে। হঠাৎ দেশে ফিরে এসেছেন তিনি।

আজ বুধবার (২৫ অক্টোবর) সকালে ঢাকায় নেমে দুপুরেই মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে ঢুঁ মেরেছেন। এসেই মিরপুর স্টেডিয়ামের ইনডোরে কোচ নাজমূল আবেদীনের সঙ্গে অনুশীলন করছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

জানা গেছে, বিশ্বকাপ রান না পাওয়া বাংলাদেশ অধিনায়ক গুরু সালাউদ্দিনের সঙ্গে নিজেকে ঝালিয়ে নিতে মিরপুরে ছুটে এসেছেন সাকিব। তিনি দলের সঙ্গে যোগ দেবেন আগামী ২৭ অক্টোবর। পরদিনই কলকাতার ইডেন গার্ডেনসে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের খেলা।



আপনার মূল্যবান মতামত দিন: