ঢাকা | বৃহঃস্পতিবার, ৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

ধামইরহাটে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উদ্যোগে গবাদি পশুদের ফ্রি ভেক্সিনেশন ক্যাম্প অনুষ্ঠিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি | প্রকাশিত: ২ নভেম্বর ২০২৩ ২২:৪৮

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ২ নভেম্বর ২০২৩ ২২:৪৮

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উদ্যোগে গবাদি পশুদের ফ্রি ভেক্সিনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২ নভেম্বর বেলা ১১ টায় চকমহেশ গ্রামে ৩৬০টি গরু, ২৪০টি ছাগলসহ গৃহপালিত পশুদের ভ্যাক্সিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা।

ক্যাম্পেইনে রোগ ভেদে ৩ প্রকারের ভ্যাক্সিন প্রদান করা হয়। এ সময় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ফরহাদ হোসেন, প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ইউসিবি পিএলসি’র ধামইরহাট উপশাখার ব্যবস্থাপক মো. সামসুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। উক্ত ক্যাম্পেইনে ক্ষুদ্র ও মাঝারি খামারি ও উদ্যোক্তাগণ তাদের গরু, ছাগল ও ভেড়া নিয়ে আসেন এবং বিনামূল্যে টিকা প্রাপ্তির সুযোগ গ্রহন করেন।



আপনার মূল্যবান মতামত দিন: