একের পর এক পরাজয়ে বাংলাদেশের বিদায় ঘণ্টা বেজে গেছে কলকাতাতেই। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে হার দিয়ে শুরু করা আফগানরা উড়ছে দারুণ ছন্দে। সেমিফাইনালের আশাও বেঁচে আছে তাদের। তাইতো, বাংলাদেশের বিপক্ষে আফগানদের হেরে যাওয়া ম্যাচটিকে এবারের বিশ্বকাপের অন্যতম অঘটন বলে ধরে নিচ্ছেন ক্রিকেটবোদ্ধারা।
ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়াও তাই মনে করেন। তার চোখে, আফগানদের বিপক্ষে বাংলাদেশের জয়টি অঘটনই বটে।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে আকাশ চোপড়া লিখেছেন, বাংলাদেশের কাছে আফগানিস্তানের হার এই বিশ্বকাপের সত্যিকারের অঘটন, যেটা বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র জয়। যদি আফগানিস্তান জয় দিয়ে বিশ্বকাপ শুরু করত, তারা আজই (গতকাল) সেরা চারে চলে যেতো।
আপনার মূল্যবান মতামত দিন: