ঢাকা | বুধবার, ৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

সাদুল্লাপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা প্রতিনিধি | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৩ ১৯:৪২

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৩ ১৯:৪২

আশরাফুজ্জামান গাইবান্ধা প্রতিনিধিঃ-গাইবান্ধার সাদুল্লাপুরে বিলের পানি থেকে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। হতভাগ্য দুই শিশু রিয়ন (৭) ও তামিম (৬)।

শনিবার ( ৪ নভেম্বর) দুপুর ১ টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের রাঘবেন্দ্রপুর (কানিপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিয়ন মিয়া ওই গ্রামের শহীদ মিয়ার ছেলে ও তামিম মিয়া একই গ্রামের মিজানুর রহমানের ছেলে।

স্বজনরা জানান, ওই শিশুরা সবার অজান্তে বাড়ির পাশের ধারাইচতরা বিলে শাপলা ফুল তুলতে যায়। এসময় পানিতে ডুবে গেলে তাদের উদ্ধার করা হয়। পরে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ২ শিশুকে মৃত্যু ঘোষণা করেন।

ইদিলপুর ইউপির ৮নং ওয়ার্ড সদস্য আমিনুর রশিদ মন্ডল পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন: