
সরকার পতনের এক দফা দাবি আদায়ে বিএনপি-জামায়াতসহ অন্যন্য দলের দ্বিতীয় দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ আজ রবিবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে। বিরোধী দলগুলোর এই কর্মসূচি ঘিরে রাজধানীসহ সারা দেশের বিভিন্ন স্থানে প্রায় ১৩ ঘণ্টায় অন্তত ১২টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া আওয়ামী লীগের একটি কার্যালয়েও আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।
রবিবার সকালে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সূত্রে এমন তথ্য জানা গেছে।
গতকাল শনিবার সন্ধ্যা ৭টা থেকে রবিবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
আপনার মূল্যবান মতামত দিন: