
কলকাতার ইডেন গার্ডেনসে আজ মুখোমুখি হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক অধিনায়ক রোহিত শর্মা।
দুই দলের ম্যাচটি অনেকটাই নিয়মরক্ষার ম্যাচে পরিণত হয়েছে। বিশ্বকাপে এখন পর্যন্ত যে দুটি দল সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা হলো ভারত ও দক্ষিণ আফ্রিকা।
দুই দলের একাদশ-
ভারত : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ সামি, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।
দক্ষিণ আফ্রিকা : কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), তেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফন ডার ডুসেন, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, হেনরিক ক্লাসেন, মার্কো ইয়েনসেন, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি ও তাবরেজ শামসি।
আপনার মূল্যবান মতামত দিন: