আকাশ সমান আশা নিয়ে ভারত বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ। সেই আশার কাছাকাছি যাওয়া তো দূরে থাক, এই বিশ্বকাপের সবচেয়ে বাজে পারফরম্যান্স করা দলের একটি বাংলাদেশ। ম্যাচ হার তো বটেই, মাঠে ন্যূনতম লড়াইও জমিয়ে তুলতে বারবার ব্যর্থ সাকিব আল হাসানের দল।
টানা ছয় হারে বাংলাদেশ দলের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলাও সুতোয় ঝুলছে।
তবে এখনো চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ দেখছেন বাংলাদেশ কোচ চন্দিকা হাতুরাসিংহে। একই সঙ্গে বিশ্বকাপজুড়ে হতশ্রী পারফরম্যান্সের পরও নিজেদের ভালো বলে মনে করেন হাতুরাসিংহে।
আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ বলেছেন, ‘আমার মনে হয়, এখনো (চ্যাম্পিয়নস ট্রফি) সুযোগ আছে। আমরা এখনো ভালো একটা দল।
আপনার মূল্যবান মতামত দিন: