
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে চোট পাওয়ায় ঢাকায় ফিরে ফিরছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এরই মধ্যে বাংলাদেশ দল দিল্লি থেকে পুনের উদ্দেশে রওনা হয়েছে। পুনেতে বিশ্বকাপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। তবে সাকিব সেখানে না গিয়ে আজ মঙ্গলবার দেশে ফিরছেন।
সাকিবের চোট নিয়ে আজ দুপুরে অবশ্য আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে দলের ফিজিও বাইজেদুল ইসলাম বলেছেন, ‘সাকিব তাঁর ইনিংসের (শ্রীলঙ্কার বিপক্ষে) শুরুতে বাঁ-তর্জনীতে আঘাত পান। পরে হাতে টেপ পেঁচিয়ে ও ব্যাথানাশক ওষুধ খেয়ে ব্যাটিং চালিয়ে যান।
’বিবৃতিতে আরো বলা হয়েছে, দিল্লিতে সাকিবের একটি জরুরি এক্স-রে করা হয় ম্যাচের পর।
সেখানে বাঁ ‘পিপ জয়েন্টে’ চিড় ধরা পড়েছে। সুস্থ হতে সাকিবের তিন থেকে চার সপ্তাহ লাগবে। তাই আজই পুর্নবাসন প্রক্রিয়া শুরু করতে দেশে ফিরছেন সাকিব।
আপনার মূল্যবান মতামত দিন: