ঢাকা | বুধবার, ৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

শ্রীলঙ্কায় এলে সাকিবকে পাথর ছুড়ে মারা হবে

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৩ ১৬:৪১

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৩ ১৬:৪১

বিশ্বকাপে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে ম্যাথিউসের টাইমড আউট হওয়া নিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে ক্রিকেট দুনিয়া। ম্যাথিউস হেলমেটের সমস্যার কারণে ব্যাটিং শুরু করতে সময়ক্ষেপণ করছিলেন। এতে নির্ধারিত সময় পেরিয়ে গেলে বাংলাদেশের ক্রিকেটারদের আবেদনের প্রেক্ষিতে আম্পায়াররা আউটের সংকেত দেন।

সেই থেকে ক্ষোভে ফুঁসছে গোটা শ্রীলঙ্কা। অবস্থাদৃষ্টে সাকিব আল হাসান হয়ে গেছেন শ্রীলঙ্কার ভিলেন। কারণ তিনিই ছিলেন অধিনায়ক, তার সম্মতিতেই ম্যাথিউসকে আউট দেওয়া হয়। এমনকি ম্যাথিউস আউট তুলে নেওয়ার অনুরোধ করলেও সাকিব দলের কথা ভেবে সিদ্ধান্ত বদলাননি। আর তাতে সাকিবকে পাথর মারতেও কুণ্ঠা নেই লঙ্কানদের।

সাকিবের উপর শুধু লঙ্কান ভক্তরাই নন, শ্রীলঙ্কান তারকা অ্যাঞ্জেলো ম্যাথিউসের পরিবারও ক্ষিপ্ত। সাকিবের মধ্যে কোনো স্পোর্টসম্যানশিপ স্পিরিট নেই বলে দাবি করেছেন তারা। সাকিব নাকি শ্রীলঙ্কায় গেলে তার উপর পাথর নিক্ষেপ করা হবে, এমন হুমকিও দেওয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: