
বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার পর বাংলাদেশের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালের ক্রিকেট ক্যারিয়ার সত্যিই বড় ধরনের হুমকির মুখে পড়ে গেছে। তিনি কবে আবার দলে ফিরতে পারবেন, সে সম্পর্কে তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা। বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরোয়া টেস্ট সিরিজেও বাংলাদেশ দলে থাকতে পারছেন না তামিম ইকবাল।
বাংলাদেশের ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারকে দেয়া সাক্ষাৎকারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু তামিম ইকবাল বিষয়ে কোনো নতুন তথ্য দিতে পারেননি। তিনি বলেন, ‘এখনও পর্যন্ত আমাদের কাছে তার (তামিম) বিষয়ে কোনো আপডেট নেই। যে কারণে এখনই কিছু বলা যাচ্ছে না।’
তবে, বিসিবির ভিন্ন একটি সূত্র জানিয়েছে, তামিম বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে এরই মধ্যে যোগাযোগ করেছেন এবং নিউজিল্যান্ড টেস্টের দলে যে থাকবেন না, সেটা জানিয়ে দিয়েছেন।
বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৮ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট এবং ৬ ডিসেম্বর শুরু হবে দ্বিতীয় টেস্ট।
আপনার মূল্যবান মতামত দিন: