ঢাকা | বুধবার, ৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

বিশ্বকাপে দু'বার দেশে ফেরায় লিটনের উপর বিসিবির ক্ষোভ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৩ ২২:২৮

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৩ ২২:২৮

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে এক বিশ্বকাপে দুই বার দেশে ফিরলেন টাইগার ওপেনার লিটন দাস। গত ৩১ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে কলকাতা থেকে একদিনের জন্য দেশে ফিরেছিলেন তিনি। পরশু শ্রীলঙ্কার বিপক্ষে খেলে ঢাকায় এসেছেন মঙ্গলবার আবার।   

বিশ্বকাপ চলাকালীন সময়ে মাত্র ক’দিনের ব্যবধানে আবারও দেশে ফেরায় লিটনের ওপর এবার বিরক্ত বিসিবি। আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে পুনেতে ফিরে তাকে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে বলা হয়েছে।

বিসিবি থেকে অনুমতি দেওয়া হলেও দ্বিতীয়বার দেশে ফেরার ব্যাপারটি স্বাভাবিকভাবে নেওয়া হয়নি। টিম ম্যানেজম্যান্টের সদস্যদের কেউ কেউ তার এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন। 



আপনার মূল্যবান মতামত দিন: