দুঃসময়ে বাবর আজমের পাশে দাঁড়িয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। তিনি বলেছেন, 'আপনি যদি বলেন বাবর আজম অধিনায়কত্বের জন্য সঠিক পছন্দ নয়, তাহলে আপনি কেবল সাম্প্রতিক পারফরম্যান্স দেখছেন।
সে কিন্তু সেই অধিনায়ক, যে ছয় মাস আগেও পাকিস্তানকে র্যাংকিংয়ে এক নম্বর করেছে। যখন কেউ শূন্য রানে আউট হবে, তখন ৯৯ ভাগ মানুষ তাকে বাদ দিতে চাইবে। একজন সাধারণ খেলোয়াড় এসেই সেঞ্চুরি করলে, তাকে মহাতারকা বানিয়ে দেবে। তাই কেবল সাম্প্রতিক পারফরম্যান্স দেখবেন না, দেখুন সে দলের জন্য কী করেছে। কতটা নিবেদিত ছিল।
আপনার মূল্যবান মতামত দিন: