ঢাকা | বুধবার, ৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

ব্যর্থতার দায় কাঁধে নিয়ে তিন ফরম্যাটেই অধিনায়কত্ব ছাড়লেন 'বাবর'

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৩ ২১:৪৭

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৩ ২১:৪৭

সব ধরনের ক্রিকেটের নেতৃত্ব ছেড়ে দিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। সোশ্যাল মিডিয়ায় এক স্ট্যাটাসে তিনি নিজেই এ কথা জানিয়েছেন। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় বাবর তার অফিসিয়াল এক্সে (টুইটার) এ পোস্ট করেন।

বিশ্বকাপে তার নেতৃত্বে পাকিস্তান দল শোচনীয়ভাবে ব্যর্থ হয়। বাবর নিজেও ব্যর্থ। বিশ্বকাপ শুরুর আগে ওয়ানডে ক্রিকেটে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এক নম্বর দল ছিল পাকিস্তান। সেই দল বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারেনি। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই ব্যর্থ ১৯৯২ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। দেশে ফিরে তিনি নেতৃত্ব ছেড়ে দেন।

বিশ্বকাপ শুরুর আগে ফাইনাল খেলা লক্ষ্য ছিল পাকিস্তানের। কিন্তু বিশ্বকাপে পুরোপুরি ব্যর্থ হয় তারা। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় বাবর-রিজওয়ানদের। এমন বাজে পারফরম্যান্সের পর তীব্র সমালোচনার মুখে পড়েন বাবর। দেশটির সাবেক ক্রিকেটাররা পাক অধিনায়ককে নেতৃত্ব ছাড়তেও চাপ দেয়। শেষ পর্যন্ত নেতৃত্বই ছাড়লেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: