ঢাকা | বুধবার, ৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

নিউজিল্যান্ড সিরিজের জন্য টেস্ট দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৩ ২০:৪৩

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৩ ২০:৪৩

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য আজ অধিনায়কের নাম ঘোষণা করেছে বিসিবি। অধিনায়ক ও সহ-অধিনায়কের অনুপস্থিতিতে নাজমুল হোসেন শান্তকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এবার আজ সন্ধ্যায় ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। দুই নতুন মুখের জায়গা হয়েছে এই দলে। প্রথমবার জাতীয় দলের ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। এর সঙ্গে নতুন মুখ হিসেবে আছেন টপ অর্ডার ব্যাটার শাহাদাত হোসেন দিপু। 

বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন দীপু ও হাসান মুরাদ।



আপনার মূল্যবান মতামত দিন: