odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২১ November ২০২৩ ১৪:৫৫

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ November ২০২৩ ১৪:৫৫

নিউজিল্যান্ড যেমন দুই টেস্টের সিরিজ খেলতে আজ বাংলাদেশে আসছে। আজ রাতে আলাদা দুটি ফ্লাইটে ঢাকায় আসবে নিউজিল্যান্ড। দুই টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে সিলেটে, ২৮ নভেম্বর থেকে। তাই বাংলাদেশে পৌঁছানোর পরদিনই ম্যাচ ভেন্যুতে চলে যাবে কিউইরা। একই দিন সিলেটে যাওয়ার কথা বাংলাদেশ দলেরও।

এই সিরিজে কিউইদের নেতৃত্ব দেবেন পেসার টিম সাউদি। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের চোটে বাংলাদেশ দলের নেতৃত্বে দেখা যাবে বাঁহাতি ব্যাটার নাজমুল হোসেন শান্তকে। নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি হিসেবে জাতীয় ক্রিকেট লিগে একটি ম্যাচ খেলেছেন তিনি।

সাকিব ছাড়াও লিটন দাস ও তাসকিন আহমেদকে এই সিরিজে পাচ্ছে না বাংলাদেশ। এই সিরিজ দিয়ে ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু করবে বাংলাদেশ। 



আপনার মূল্যবান মতামত দিন: