ঢাকা | বুধবার, ৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

শ্রীলঙ্কা থেকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সরিয়ে নিল আইসিসি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৩ ১৭:৪৪

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৩ ১৭:৪৪

বিশ্বকাপে চূড়ান্ত ভরাডুবির মুখে পড়তে হয়েছে কুশল মেন্ডিসদের। তার উপর বিশ্বকাপ অভিযান শেষ করার পরেই আইসিসি আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত করে শ্রীলঙ্কা বোর্ডকে। এবার একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজনের সুযোগও হাতছাড়া হলো দ্বীপরাষ্ট্রের।

মঙ্গলবার আইসিসির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। তবে আইসিসি সেই টুর্নামেন্ট দক্ষিণ আফ্রিকায় সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রশাসনিক ডামাডোলের দিকে তাকিয়েই এমন সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা।



আপনার মূল্যবান মতামত দিন: