
আরব আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) দুর্নীতিবিরোধী কোড লঙ্ঘন করায় দোষী সাব্যস্ত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের দুইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ক্রিকেটার স্যামুয়েলস। সবমিলিয়ে চারটি ধারা ভঙ্গ করেছেন এই সাবেক ক্যারিবিয় ক্রিকেটার। যে কারণে তাঁকে ছয় বছরের নিষেধাজ্ঞা দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
২০২১ সালে তাঁর বিরুদ্ধে আরব আমিরাত ক্রিকেট বোর্ডের পক্ষে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গঠন করেছিল আইসিসি।
আগস্টে তিনি দোষী সাব্যস্ত হন। অপেক্ষা ছিল তাঁর শাস্তির ঘোষণার। নিষেধাজ্ঞার কার্যকর শুরু হবে ১১ নভেম্বর থেকে।
আপনার মূল্যবান মতামত দিন: