ঢাকা | বুধবার, ৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

ভেনেজুয়েলা ফুটবল দলকে অপহরণের অভিযোগ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৩ ১৮:০২

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৩ ১৮:০২

বিশ্বকাপ বাছাইয়ের লাতিন অঞ্চলের খেলার পর পেরুর সরকারের বিরুদ্ধে ভেনেজুয়েলা জাতীয় ফুটবল দলকে অপহরণের অভিযোগ আনা হয়েছে। পেরুর রাজধানী লিমায় গত মঙ্গলবার স্বাগতিকদের বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে ভেনেজুয়েলা। খেলা শেষে দেশে ফেরার জন্য ভেনেজুয়েলার ফুটবলারদের বহনকারী উড়োজাহাজকে জ্বালানি নেয়ার অনুমতি দিতে অস্বীকার করে। এ ঘটনাকে অপহরণ হিসেবে চিহ্নিত করে ভেনেজুয়েলা সরকার।

ম্যাচের পরই মূলত ভেনেজুয়েলা ও পেরুর মধ্যে শুরু হয় কূটনৈতিক দ্বন্দ্ব। খেলা শেষে অতিথি দলের খেলোয়াড়রা ভক্তদের শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন। এ সময় পেরুর পুলিশ তাদের মারধর করেছে বলে ফুটবলাররা অভিযোগ তোলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল লিখেছেন, ‘পেরুর সরকার ভেনেজুয়েলানদের বিরুদ্ধে আরেকটি স্বেচ্ছাচারী কাজ করেছে। উড়োজাহাজকে জ্বালানী নিতে না দিয়ে দেশে ফিরতে আনতে বাধা দিয়েছে। এটা আমাদের দলের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার জন্য অপহরণ করা হয়েছে, যারা একটি অসাধারণ ম্যাচ খেলেছে।’

পেরুর সরকার জানায়, তারা উড়োজাহাজে জ্বালানী না দেয়ার জন্য কোনো ব্যবস্থার নেয়ার আদেশ দেয়নি। যত তাড়াতাড়ি সম্ভব এই পরিস্থিতি সমাধানের জন্য পদক্ষেপ নেয়া হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: