ঢাকা | বুধবার, ৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

বর্ণবাদের শিকার ব্রাজিলিয়ান ফুটবলার রদ্রিগো

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৩ ১৬:০১

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৩ ১৬:০১

গত বুধবার ব্রাজিল-আর্জেন্টিনার দ্বৈরথের ম্যাচে লিওনেল মেসির সঙ্গে তর্কে জড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। সেই ঘটনার রেশ ধরে বর্ণবাদের শিকার হয়েছেন তরুণ এই ফুটবলার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে নিয়ে সমালোচনা করেছেন সমর্থকরা।

এ ব্যাপারে রদ্রিগো সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, 'সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে অপমান ও সব ধরনের বাজে কথা দিয়ে আক্রমণ করা হয়েছে।

তারা যা চায় যদি আমরা তা না করি, যদি সে আচরণ না করি, যেটা তারা ভাবে আমাদের করা উচিত, যদি আমরা এমন কিছু পরিধান করি যা তাদের বিরক্ত করে, যদি আমাদের আক্রমণ করার সময় মাথা নিচু না করি, যদি আমরা তাদের জায়গা দখল করি তখন বর্ণবাদীরা এসব অপরাধমূলক আচরণ করে। বর্ণবাদীরা সব সময়ই সক্রিয় থাকে, তবে এটা তাদের জন্য দুর্ভাগ্য, আমরা থামব না।'

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসির মতে, ড্রেসিংরুমে ফিরে যাওয়ায় আর্জেন্টিনার খেলোয়াড়দের 'কাপুরুষ' বলেন রদ্রিগো। তবে এই ব্রাজিলিয়ানের জবাব দিতে দেরি করেননি মেসি। আর্জেন্টাইন তারকা বলেছিলেন, 'আমরা বিশ্ব চ্যাম্পিয়ন, আমরা কাপুরুষ হব কেন? নিজের চেহারার দিকে তাকাও।' মূলত এ কারণেই বর্ণবাদের শিকার হতে হয়েছে রদ্রিগোকে। 



আপনার মূল্যবান মতামত দিন: