odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

যাওয়ার আগে দলটাকে ঠিক করে যাব: পাপন

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৭ November ২০২৩ ১৮:১৮

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭ November ২০২৩ ১৮:১৮

তামিম ইকবালের ভবিষ্যৎ জানতে বেশ কিছুদিন ধরে অপেক্ষা করছিল বিসিবি। সেই উপলক্ষে বৈঠকের জন্য দুপুর ১২টার দিকে নাজমুল হাসান পাপনের গুলশানের বাসভবনে আসেন তামিম। 

বৈঠক শেষে বিসিবি সভাপতি জানিয়েছেন, ‘আমি ওকে (তামিম) বলেছি, আমি আগে সব জেনে নিই। শুধু তোমার সাথে কথা বলে তো হবে না। আমি সবার সাথে কথা বলব, আমি ভেতরে ঢুকতে চাই। এরপর যা যা সিদ্ধান্ত নেওয়ার আমি নেব। এটা কে পছন্দ করল বা না করল, আমার কিছু আসে-যায় না। ক্রিকেটের স্বার্থে যা যা সিদ্ধান্ত নিতে হয়, সেটা যদি খুব কঠিনও হয়, আমি নেব।

তিনি আরও বলেন এবারের মেয়াদ তো আর বেশি দিন নেই। আমিও আর বেশি দিন নেই। এক বছর আছে। তবে যাওয়ার আগে নিশ্চিতভাবে আমি দলটাকে ঠিক করে যাব, মানে যা যা করা দরকার। যতই কঠিন সিদ্ধান্ত হোক না কেন সেটাই নিব। 



আপনার মূল্যবান মতামত দিন: