
ঘরের মাঠে প্রথমবারের মতো টেস্টে কিউইদের হারিয়ে ইতিহাস তৈরির পথে টাইগাররা। দেশের মাটিতে প্রথমবারের মতো কিউইদের হারাতে বাংলাদেশের দরকার ৩ উইকেট। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নিতে কিউইদের শেষ দিনে করতে হবে ২১৯ রান।
কিউইদের বিপক্ষে প্রথম ইনিংসে বোলিংয়ে জাদু দেখিয়েছিলেন তাইজুল ইসলাম। তিনি একাই নিয়েছেন ৪ উইকেট। দ্বিতীয় ইনিংসেও তার স্পিন ঘূর্ণিতে কুপোকাত কিউই ব্যাটাররা। এবারও ৪ উইকেট নিয়েছেন তিনি।
বাংলাদেশের দেওয়া ৩৩২ রানের লক্ষ তাড়া করতে নেমে ১০১ রানে ৭ উইকেট হারিয়ে ইস সোধিকে নিয়ে জুটি গড়ে চতুর্থ দিন শেষ করেন ড্যারেল মিচেল।
আপনার মূল্যবান মতামত দিন: