odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে: ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | প্রকাশিত: ১ December ২০২৩ ২১:০০

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ১ December ২০২৩ ২১:০০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেছেন, যারা আজও এ দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করতে তৎপর রয়েছে তাদের সকল অপচেষ্টা মোকাবিলা করতে হবে। সেই সাথে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।  

মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে শুক্রবার বর্ণাঢ্য বিজয় র‌্যালি শেষে সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা চত্বরে উপাচার্য এসব কথা বলেন। উপাচার্য ভবন সংলগ্ন স্মৃতি চিরন্তন চত্বরে বেলুন উড়িয়ে উপাচার্য বর্ণাঢ্য এই র‌্যালির উদ্বোধন করেন। 

পরে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে র‌্যালিটি স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।  



আপনার মূল্যবান মতামত দিন: