
বিরল এক দৃশ্যের সাক্ষী হলো মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে 'অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড' আউট হয়েছেন মুশফিকুর রহিম।
ঘটনাটি বাংলাদেশের ইনিংসের ৪১তম ওভারে। নিউজিল্যান্ড পেসার কাইল জেমিসনের করা সেই ওভারের চতুর্থ বলটি ব্যাকফুটে খেলেছিলেন ৩৫ রানে ব্যাটিং করা মুশফিক।
বল ব্যাটে লেগে মাটিতে পড়ে বাউন্স করে, স্টাম্প থেকে দূরে থাকলেও কিছু একটা ভেবে মুশফিক ডান হাত দিয়ে বলটা দূরে সরিয়ে দেন। সঙ্গে সঙ্গেই আবেদন করে কিউইরা।
অধিনায়ক টিম সাউদিসহ বাকিরাও যোগ দেন আবেদনে। টিভি রিপ্লেতে দেখে মুশফিককে আউটের সিদ্ধান্ত জানান থার্ড আম্পায়ার।
আপনার মূল্যবান মতামত দিন: