
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের এসব নিষেধাজ্ঞা নিয়ে আমাদের কোনো উদ্বেগ নেই। চিন্তা নেই, মাথাব্যথা নেই। নিষেধাজ্ঞা এলে বিএনপির বিরুদ্ধে আসা উচিত। যারা নির্বাচনে বাধা দিচ্ছে। বিএনপি ও এর দোসররাই নিষেধাজ্ঞার যোগ্য।’
শুক্রবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন কাদের। ব্রিফিংয়ে সেতুমন্ত্রীর কাছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞা নিয়ে জানতে চেয়েছিলেন সাংবাদিকরা। জবাবে মন্ত্রী বলেন, ‘গার্মেন্ট সেক্টর নিয়ে নানা ষড়যন্ত্র চলছে।
নিজেদের বাণিজ্যিক স্বার্থে একটি মহল শ্রমিকদের ব্যবহারের পাঁয়তারা করছে। আমাদের অর্থনৈতিক স্বার্থে গার্মেন্টসের শান্তিপূর্ণ পরিবেশ রাখতে হবে। আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় এলে শ্রম আইন আরো উন্নত করা হবে।
আপনার মূল্যবান মতামত দিন: